বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


কুরআন মাজিদ অবমাননায় যুবকের তিন মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: স্ত্রীর কাছ থেকে নেশার টাকা না পেয়ে তার পঠিত কুরআন ছিড়ে ফেলার অভিযোগে আব্দুল খালেক নামে এক যুবকের তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।গতকাল চুয়াডাঙ্গার জীবননগর প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সুত্রে জানাযায়, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রতাপপুর গ্রামের খোরশেদ আলী মাঝির ছেলে আব্দুল খালেক রোববার সকালে নেশার টাকার জন্য স্ত্রী রেহেনার সঙ্গে ঝগড়া শুরু করে।রেহেনা তাকে নেশার টাকা না দেওয়ায় ঘরে থাকা স্ত্রীর তেলাওয়াতের কুরআন মাজিদকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে।

এঘটনা এলাকায় জানাজানি হলে অভিযুক্ত খালেকের বিরুদ্ধে জনরোষ তৈরি হয় এবং তা বাড়তে থাকে। এক পর্যায়ে ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজার কানে গেলে তিনি ঘটনাস্থলে গিয়ে ধর্মীয়অনুভুতিতে আঘাত আনার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯৫ধারায় আব্দূল খালেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ