শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


দুই বছরে শুনে শুনে হাফেজ হলেন জন্মান্ধ আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: যশোরের মনিরামপুর উপজেলার বলিয়ানপুর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মো. ইকবাল হোসেনের একমাত্র সন্তান ১৫ বছর বয়সি মুহাম্মদ আওয়াল আতিক শুনে শুনে মাত্র দু’ বছরে কুরআন মুখস্থ করেছেন।

প্রখর মেধাবীর অধিকারী আতিকের মা আছিয়া ইকবাল জানান, আতিকের ৬-৭ মাস বয়স হওয়ার পর খেলনা এনে দিলে সেদিকে ফিরে তাকাত না সে। এতে সন্দেহ হয় তাদের। এরপর দেশের বিভিন্ন চক্ষু বিশেষজ্ঞদের কাছে নেয়া হলেও কোনো উন্নতি না হওয়ায় ছেলেকে ভারতের চেন্নাই শংকর নেত্রালয়ে নিলে তারা বলে আতিকের চোখের রেটিনার একটি শিরা অকেজো।

মাত্র ৫ বছর বয়সে মনিরামপুরের হাসাডাঙ্গা হাফিজিয়া মাদরাসা ভর্তি করেন তিনি। সেখানে শুনে সব মুখস্থ করতে পারত আতিক। বাবা মালয়েশিয়ায় যাওয়ার পর আতিককে নিয়ে খুলনা শহরে বাবার বাড়িতে আসার পর একটি অন্ধ মাদরাসায় ভর্তির পাশাপাশি স্থানীয় গোয়ালখালি অন্ধ স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি করানো হয় অতিককে।

১৩ বছর বয়সে আতিককে খুলনা দারুল মোকাররম মাদরাসায় ভর্তি করা হয়। সেখানে মাত্র ২ বছর ১ মাস বয়সে আতিক কুরআন হিফজ করেন।

আরো পড়ুন- ৪ দলীয় জোটের চ্যালেঞ্জের মুখে এরদোগান!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ