বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


কাতার থেকে মাওলানা খালেদ সাইফুুল্লাহ আইয়ুবীর রমজান বার্তা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মাওলানা খালেদ সাইফুুল্লাহ আইয়ুবী বাংলাদেশের একজন প্রসিদ্ধ ওয়ায়েজ।মাঠে ঘাটে ধর্ম প্রাণ মানুষদের কাছে আয়ুবীর বয়ানের বিশেষ গুরুত্ব আছে ।

সাম্প্রতিক একাধিক ওয়াজ ও  মাহফিলে অংশ নিতে পাড়ি জমিয়েছেন সুদূর কাতারে।

কাতারে বসেই মুসলিম যুবক যুবতি ও অনলাইন এক্টিভিটিষ্টদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন।

মাওলানা কারি মোহাম্মদুল্লাহ এর কাতার মসজিদে ফেসবুক লাইভে ধারণকৃত আওয়ার ইসলামকে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন,

মাহে রমজান সমাগত। রমজান ইবাদতের মাস। আল্লাহ তায়ালা মুসলমানদের উপর এ রোজা ফরজ করেছেন। ইতপূর্বের উম্মতের উপরও এ রোজা ফরজ করেছিলেন। আজ কাতারে চাঁদ দেখা গেলে কাল রোজা রাখতে হবে। বর্তমান সময়ে অনলাইন ফেসবুক ইসলাম প্রচার ও ইসলাম প্রচারের অন্যতম হাতিয়ার। আমাদেরকে এ হাতিয়ার কাজে লাগাতে হবে।

রমজানের এ বিশেষ সময়ে বিশেষভাবে অনলাইনকে কাজে লাগাতে হবে এ মাসের মহিমা মানুষের মাঝে তুলে ধরার মাধ্যম হিসেবে।

আমি রমজানের কিছু বিষয় তুলে ধরছি। এরকমভাবে সবাই যারা ফেসবুক চালায় তারা যেনো তাদের ফেসবুকের মাধ্যমে রমজানের বার্তা ফজিলত ও আহকাম সবার মাঝে তুলে ধরেন সে জন্য আমি আহ্বান জানাচ্ছি।

এ রমজানে সাবাই যেনো ইবাদত করতে পারেন। সে জন্য আমরা প্রচার করি রমজানের সওগাত।এ রমজানের উপমা হলো এক সাগর পানির মত, আর অন্য মাসগুলোর উপমা হলো  সাগরের এক ফোটা পানির মত।

বিষয়টা হলো সারা বছর আমরা যে রহমত পাই তা সাত ফোটা পানির মত আর রমজান মাসে যে রহমত পাই তা এক সাগরের মত।

রমজানের প্রতিটি রোজা একেকটা তাকওয়া অর্জনের টেবলেটের মত। তাকওয়া অর্জনের জন্যই রমজানের রোজার বিধান দেয়া হয়েছে।

তাই রমজানে তাকওয়া অর্জনের চেষ্টা করতে হবে। কেউ যদি হেফাজতের করে ত্রিশটি রোজা রাখতে পারে তাহলে সে যেনো ত্রিশটি তাকওয়ার টেবলেট গ্রহণ করলো। এ ত্রিশ রোজার মাধ্যমে আশা করা যায় তাকওয়ার অর্জন করা তার জন্য সহজ হয়ে যাবে।

এ রমজানে কুরআন তেলোয়াত করবে। আর বেশি বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। আর নির্যাতিত মুসলমান ভাইদের জন্য দোয়া করা।

আমিরে হেফাজত আল্লামা আহমদ শফী অসুস্থ। সবার কাছে হযরতের জন্য দোয়া চাই। সবাই এ রমজানে  অসুৃস্থদের জন্য দোয়া করা।

আবারো বলছি এ রমজান যেনো অনলাইন ফেসবুক গুনাহ অর্জনের হাতিয়ার না হয়ে ইবাদতের হাতিয়ার হয় সে দিকে লক্ষ্য রাখা। আল্লাহ তায়ালা আমাদের সাবাইকে রমজানের মাহাত্ম বুঝার তাওফিক দান করুন। আমিন।

https://www.facebook.com/ami.mohammad.35/videos/1920645174932478/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ