শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


‘দেশ-জাতির কল্যাণে ছাত্র জমিয়তকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজি, সিলেট প্রতিনিধি

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, রহমত বরকত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের জীবন পরিচালনা করলে ইহ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব।

তিনি আরো বলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলনে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালক করতে হবে।

তিনি ছাত্র জীবনের জ্ঞান অর্জনকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ ভাবে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ছাত্র জমিয়ত নেতৃবৃন্দকে কাজ করার আহবান জানান।

১৩ জুন ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট মহানগর শাখা আয়োজিত ইফতার মাহফিল পূর্ব মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক হাফিজ শাব্বির রাজি’র সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফিজ খলিলুল্লাহ ও ছাত্রনেতা কায়সান মাহমুদ আকবীর যৌথ পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, যুব জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজ মাওলানা আহমদ ছগির।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সদস্য সচিব এম. বেলাল আহমদ চৌধুরী।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আজিজুর রহমান ও মাওলানা হাসান আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শাহীন, ইশা ছাত্র আন্দোলন মহানগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী ফরিদ আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দেওয়ান রেজওয়ান আহমদ, সিলেট পূর্ব জেলা ছাত্র মজলিসের সভাপতি বিলাল আহমদ চৌধুরী, পশ্চিম জেলা সেক্রেটারী জাকির হোসেন সাঈদ, যুব জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরশাদ নোমান, সহ সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমদ ফুরকানী, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সদস্য রেজাউল হক এলএলবি, শাহিদ আহমদ হাতিমী, ফেরদৌস রুম্মান, আব্দুল গফফার ফাহিম, মুবিন আহমদ, আবুল কাশেম রাজাগঞ্জী, জাফর ইকবাল, আব্দুল জব্বার শামীম, দেলওয়ার হোসাইন ইমরান, সাজ্জাদ হোসাইন রুম্মন, আল আমীন হাসান, হাফিজ আবু তাহের, মাহমুদুর রহমান, মাসরুর আহমদ, মিনহাজ, মিজানুর রহমান শিপু প্রমুখ। ইফতার মাহফিলে বন্ধুপ্রতিম বিভিন্ন ছাত্র সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাজ্জাদ হোসেন রুমন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত মাওলানা আবু বকর সিদ্দিক সরকার।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ