শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


দলীয় প্রধানের সঙ্গে মতের অমিল হওয়ায় জর্জিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদত্যাগ করেছেন জর্জিয়ার প্রধানমন্ত্রী গিওর্জি ভিরিকাশভিলি। ১৩ জুন বুধবার তার রাজনৈতিক দলের প্রধান বিদজিনা লিয়ানিসিলির সাথে মতের অমিল হওয়ায় তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।

পদত্যাগ বিষয়ে গিওর্জি ভিরিকাশভিলি বলেন, আমার দলীয় প্রধানের সাথে কিছু মতের অমিল হওয়ায় আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমার মতে এখনই সঠিক সময় তার আদেশে নতুন একটি ক্যাবিনেট গঠন করার।

২০১৫ সাল থেকে ভিরিকাশভিলি জর্জিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তার পদত্যাগের সাথে ক্যাবিনেটের বাকি সব সদস্যও পদত্যাগ করেছে।

জরজিয়ার আইন অনুযায়ী নতুন ক্যাবিনেটের গঠন করতে হবে আগামী ৭ দিনের মধ্যে। জর্জিয়ার ক্ষমতাসীন দল ‘জর্জিয়ান ড্রিম’ নতুন একটি ক্যাবিনেট সদস্যদের তালিকা তৈরি করে প্রেসিডেন্ট গিওর্জি মার্গায়েলাশিলির কাছে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিবে।

সূত্র: আল জাজিরা

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ