বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


আবারো সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার মধ্যাঞ্চলে গত রোববার ফের হামলা চালিয়েছে ইসরাইল। তবে রোববার সন্ধ্যায় সিরিয়ার মাসইয়াফ শহরে চালানো ইসরাইলের ওই হামলায় বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানায় দেশটির সেনাবিহনী। খবর বার্তা সংস্থা সানার।

খবরে বলা হয়, দারা ও কুনেইত্রা প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করতেই ইসরাইল ওই হামলা চালিয়েছে বলে দাবি করছেন সিরিয়ার সেনা কর্মকর্তারা।

অন্যদিকে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানার ওপর ইসরাইল ওই হামলা চালায়। মাসইয়াফ শহরে সরকারের একটি বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র রয়েছে এবং গত বছরের সেপ্টেম্বর মাসেও সেখানে হামলা চালানো হয়।

সম্প্রতি সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে ইসরাইল। তবে এসব হামলার বেশিরভাগই প্রতিহত করেছে সিরিয়া।

আরও পড়ুন: কেন ফিলিস্তিনি যুবককে তুর্কি পতাকায় দাফন?

আরএম-


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ