মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


'ছাত্রসমাজের সাথে সরকারের বৈরি আচরণ মেনে নেয়া হবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমানে আমরা সবচেয়ে কঠিন সময় পার করছি। দেশে আইনের শাসন বলতে কিছু নেই। সর্বত্র দলীয়করণের চর্চা চলছে। প্রশাসনকে ব্যবহার করে জোরপূর্বকভাবে ক্ষমতায় থাকার জন্য সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। দেশে গণতন্ত্র আজ হুমকির মুখে। হত্যা, গুম, খুন, অস্বাভাবিক রোড এক্সিডেন্ট নিত্য দিনের ঘটনা। দেশের জনগণ সর্বক্ষেত্রে অনিরাপদ। অজানা এক আতংকে বাস করছে মানুষ। মানুষের স্বাভাবিক মৃত্যুরও গ্যারান্টি নেই।

আজ (৯ আগস্ট) ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর বৈঠকে সভাপতির বক্তব্যে এম. সাইফুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার মানুষের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে। মানুষ নিরাপত্তা চায়। নিরাপদ জীবন চায়। নিরাপদ সড়ক চায়। নিরাপদ মৃত্যু চায়। কিন্তু সরকার এসব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। উল্টো নিরাপদ রাস্তার দাবিতে আন্দোলনকারী নিরীহ, নিরপরাধ শিক্ষার্থীদের উপর দলীয় সন্ত্রাস ও সরকারি বাহিনী দিয়ে যে নির্যাতন চালানো হয়েছে তা জাহিলিয়্যাতকেও হার মানিয়েছে।আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এসময় তিনি তল্লাশির নামে শিক্ষার্থীদেরকে হয়রানির তীব্র নিন্দা জানান।

সম্পাদকম-লীর বৈঠকে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি এম সাইফুর রহমান, সহ সভাপতি এখলাছুর হমান,সাধারণ সম্পাদক হুযাইফা ইবনে ওমর, সহ সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক আহমদুল হক উমামা, সহ সাংগঠনিক সম্পাদক যুবায়ের আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম,মাদরাসা বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ, পাঠাগার সম্পাদক জোনায়েদ আহমদ, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, প্রকাশনা সম্পাদক হাফিয ফুযায়েল আহমদ, সমাজসেবা সম্পাদক মাবরুরুল হক, কলেজ ভার্সিটি বিষয়ক সালমান মুস্তফা খান, দপ্তর সম্পাদক কাওসার আহমদ প্রমুখ।

আরও পড়ুন: ছাত্র জমিয়তের ৬১ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ