বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
যে বক্তব্যে ইসলামপন্থীদের প্রশংসায় ভাসছেন মির্জা ফখরুল! বিএনপি ছেড়ে কেন ইসলামী আন্দোলনে সাবেক এমপি মোস্তাফিজ? আকাশ ও স্থল পথে ভারতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের পাকিস্তানের হামলায় ভারত-শাসিত কাশ্মিরে নিহত অন্তত ৩ ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা পাকিস্তানের ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে পাকিস্তানের অন্তত তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা হঠাৎ আইএসআই সদরদপ্তরে তিন বাহিনীর প্রধানের সাথে শাহবাজ, যুদ্ধের প্রস্তুতি?

রাসুল সা.-এর নামে কুরবানি করা যাবে কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামর্থ্যবান ব্যক্তির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা উত্তম। এটি বড় সৌভাগ্যের বিষয়ও বটে।

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রা.কে তার পক্ষ থেকে কুরবানি করার ওসিয়্যত করেছিলেন। তাই তিনি প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কুরবানি দিতেন।

হযরত হানশ থেকে বর্ণিত তিনি বলেন, আমি হযরত আলী রা. কে দেখলাম তিনি দু’টি বকরী কুরবানি করলেন। আমি তাকে বললাম, এটি কি? আপনার উপরতো একটি আবশ্যক ছিল কিন্তু আপনি দু’টি করলেন কেন? তিনি বললেন, নিশ্চয় রাসূল সা. আমাকে অসিয়ত করেছেন তার পক্ষ থেকে কুরবানি করতে। এ কারণে আমি তার পক্ষ থেকে কুরবানি করছি। আবু দাউদ, হাদীস নং-২৭৯০।

এছাড়াও রাসুল সা. উম্মতীদের পক্ষ থেকে কুরবানি দিতেন। নবীজী সা. যদি আমাদের নামে কুরবানি দিতে পারেন, তাহলে নবীর জন্য উম্মতীদের কুরবানি দেয়া তো দায়িত্বের মাঝেই পড়ে যায়। সুতরাং সামর্থবান ব্যক্তি একটি কুরবানি রাসুল সা. এর নামে দেবেন। এটি উত্তম।

তথ্যসূত্র: সুনানে আবু দাউদ ২/২৯, জামে তিরমিযী ১/২৭৫, ইলাউস সুনান ১৭/২৬৮, মিশকাত ৩/৩০৯/মাসিক আল কাউসার/আহলে হক মিডিয়া।

আরও পড়ুন: যারা কুরবানি করবেন, তাদের জন্য বিশেষ আমল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ