বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


যাত্রী সংকটে বিমানের আরো দুটি হজ ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আগামীকাল মঙ্গলবারের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ সোমবার পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

তিনি বলেন, পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আগামীকাল মঙ্গলবারের দুটি হজ ফ্লাইট বিজি-১০৯১ এবং বিজি-৬০৯১ বাতিল করা হয়েছে। এ নিয়ে বিমানের ১৮টি ফ্লাইট বাতিল করা হলো।

গত বছর পর্যাপ্ত যাত্রী না পেয়ে ২৪টি হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাতে ৪০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি।

জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জন যাত্রী বহন করবে। আর সৌদি এয়ারলাইন্স বাকি যাত্রী পরিবহন করবে।

গত ১৪ জুলাই থেকে শুরু হয়ে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমানের মোট ১৮৭টি ফ্লাইট সৌদি আরবে যাওয়ার কথা (ডেডিকেটেড-১৫৫ এবং শিডিউল-৩২) রয়েছে।

৫ ডিমে লিখলেন পুরো কুরআন

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ