শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আসক্তি ঠেকাতে মধ্যরাতে ইন্টারনেট বন্ধ রাখবে মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক মাধ্যম এবং অনলাইন ভিডিওর প্রতি আসক্তি দূর করতে রাতভর ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা চিন্তা করছে মালয়েশিয়ার সরকার।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, রাত ১২টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার বিষয়টি বিবেচনায় নেয়া হচ্ছে।

মালয়েশিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী লি বুন চে কিশোর-কিশোরীদের এই ইন্টারনেট আসক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি জানান, কিশোর-কিশোরীদের ওই আসক্তি থেকে দূরে রাখতেই মধ্যরাত থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, মূলত ১৭ বছরের কম বয়সী ছেলেমেয়েদের স্বাস্থ্যের কথা ভেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কিশোর বয়সের ছেলে-মেয়েরা যেন দিনে এক থেকে দু-ঘণ্টার বেশি অনলাইনে না থাকতে পারে সে ব্যবস্থাই করা হবে।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরও পড়ুন: ইন্টারনেট ও মাদকাসক্তির হাত থেকে মুক্তি দেবে হলিকেয়ার

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ