শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


জাতীয় শোক দিবসে রক্ত দিলেন তিন বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্টের এক কর্মসূচিতে রক্তদান করেছেন হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি।

১৫ আগস্ট, বুধবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।

সেই অনুষ্ঠানে রক্তদাতা বিচারপতিরা হলেন মো. খসরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি কে এম হাফিজুল আলম। এদের মধ্যে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি কে এম হাফিজুল আলম সম্প্রতি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করছেন।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. আক্তারুজ্জামান ভূঁইয়াসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের অনেক কর্মকর্তা-কর্মচারী রক্তদান করেছেন।

এ কর্মসূচি উদ্বোধনের সময় প্রধান বিচারপতি বলেন, ‘জাতির পিতা যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, সে লক্ষ্যে কাজ করে জাতির পিতার স্বপ্ন পূরণ করাই হবে আমাদের দায়িত্ব। এ দায়িত্ব পালন করলে উনার (শেখ মুজিবুর রহমান) বিদেহী আত্মা শান্তি পাবে।’

রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরও পড়ুন: আরবীসহ বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ