শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের উপর হামলা ও ভাংচুরে দায়ের করা পৃথক দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম লস্কার সোহেল রানা এ আদেশ দেন। পৃথক দুই থানার বাড্ডা ও ভাটারায় দায়ের করা মামলায় আসামিদের জামিন নামঞ্জুর করেন।

আসামিরা হলেন- সাখাওয়াত হোসেন নিঝুম, শিহাব শাহরিয়ার, সাবের আহম্মেদ উল্লাস, আজিজুল করিম অন্তর, মাসহাদ মুর্তজা আহাদ, রাশেদুল ইসলাম, মুশফিকুর রহমান, রেদোয়ান আহম্মেদ, তরিকুল ইসলাম, রেজা রিফাত আখলাক, সীমান্ত সরকার ও ইকতিদার হোসেন।

আসামিদের কবীর হোসেনসহ কয়েকজন আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন।

অপরদিকে রাষ্ট্রপক্ষের সংশ্রিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু হানিফ জামিনের বিরোধীতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।

এরআগে গত ৯ আগস্ট ওই চার আসামিসহ ২২ আসামিকের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ৭ আগস্ট ২২ আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিরাপদ সড়কের আন্দোলনের সময় পুলিশের উপর হামলা ও ভাংচুরের অভিযোগ মামলা দুই টি দায়ের করা হয়।

ব্যবসার চিন্তা, হিসাবের জটিলতা? ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ