শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


৪৮-এর ছাত্রলীগ আর এখনের ছাত্রলীগ এক নয়: মোস্তাফা জব্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ১৯৪৮ সালের ছাত্রলীগ- ১৯৪৯ সালের আওয়ামী লীগ আর ২০১৮ সালের ছাত্রলীগ-আওয়ামী লীগ এক নয়। এখন সময়টা ডিজিটালের। সবাই অনুগ্রহ করে বিষয়টি অনুভব করবেন।

বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন যারা তাদেরকে তো নিজেদেরকে ডিজিটাল হতে হবে সবার আগে। এর কোনো অন্যথা নাই। এবারের ছাত্র আন্দোলনের সময় অনেকেই বিষয়টি উপলব্ধি করেছেন বলে আমার ধারনা।

তিনি আরও বলেন, বরাবরের মতো ডিজিটাল রূপান্তরে ছাত্রলীগকেই নেতৃত্ব দিতে হবে। কারণ তারাই নতুন প্রজন্ম। ডিজিটাল প্রযুক্তি তো তাদের হাত ধরেই সামনে যাবে।

ক্ষমতার নয়, সমঝোতা হোক আদর্শের

-আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ