শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


লিবিয়ায় গণঅভ্যুত্থানের ঘটনায় ৪৫ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ২০১১ সালে প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে বিক্ষোভকারীদের নির্বিচারে গুলি করে হত্যার দায়ে ৪৫ জনকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যারা অভ্যুত্থানের সময় সরকারি বাহিনীর সহযোগী হিসেবে অস্ত্র হাতে কাজ করেছিল। খবর বিবিসি-এর।

বুধবার লিবিয়ার একটি আদালত এ রায় দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।

২০১১ সালে গণঅভ্যুত্থান চলার সময় অন্তত ২০ ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্তদের এসব শাস্তি দেয়া হয়েছে।

রায়ে অভিযুক্ত আরো ৫৪ জনের প্রত্যেককে পাঁচ বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে, অপর ২২ জন খালাস পেয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, গাদ্দাফি যুগের অবসানের পর এটাই সবোর্চ্চ সংখ্যক মানুষের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির আদালত।

২০১১ সালে গণঅভ্যুত্থানের পর গত ৭ বছর ধরে লিবিয়া দেশটিতে শান্তি পুনরুদ্ধারে সংগ্রাম করে যাচ্ছে।

সূত্র : বিবিসি।

আরও পড়ুন: সংকটে কাতারকে এগিয়ে নিচ্ছে গরুর খামার

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ