মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ইমরান খানই হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে এসেও বিজয় ছিনিয়ে নিলেন তিনি। সব জল্পনা কল্পনা শেষ করে পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচনে তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানেরই জয় হলো।

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নির্বাচনে তার সামনে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারেনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) প্রেসিডেন্ট শাহবাজ শরীফ।

তাকে বৃহত্তর বিরোধীদলীয় জোটের প্রার্থী করা নিয়ে বৃহত্তর বিরোধী দলে বিরোধ দেখা দিলেও জয় হলো ইমরান খানেরই।

ইমরান খান ১৭৬ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বলে জানায় বিবিসি। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পেয়েছেন ৯৬ ভোট।

 ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তা আর নয়  ক্লিক

নির্বাচনের আগে ইমরান খান বিবিসিকে বলেছিলেন, তিনি নির্বাচিত হলে তবে তার প্রাথমিক লক্ষ্য অর্থনীতিতে থাকবে। পাকিস্তানের মুদ্রা, রুপি, গত বছর উল্লেখযোগ্যভাবে কমেছে।

মুদ্রাস্ফীতি বাড়ছে এবং বাণিজ্য ঘাটতি চওড়া হচ্ছে। সেদিকে লক্ষ্য দিবেন তিনি।

২৫ জুলাই নির্বাচনের পর ইমরান খান কাশ্মীর অঞ্চলের বিতর্কের অবসানের করার জন্য ভারতের সাথে আলোচনা করতে সম্মত হন।

সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপের মাধ্যমে তিনি একটি সহায়তা ও সহযোগিতাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চান পাকিস্তনকে। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গেও সব বিরোধ মিটিয়ে সুসম্পর্কের আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পাকিস্তানের প্রতি সাহায্যপূর্ণ মনোভাব দেখাচ্ছে বলেও জানা গেছে।

যুক্তরাষ্ট্র পাকিস্তানে উগ্রপন্থীদের বসবাস বাড়ছে বলে অভিযোগ করলেও ইমরান খান এদের প্রতি বিশেষ নজরদারীর কথা বলে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে বলেও জানা গেছে।

মোট কথা নয়া পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা ইমরান খান তার লক্ষ্য অর্জনে সফল হয়েছেন বলেই বিশ্লেষকরা মনে করছেন।

বিবিসি ইংরেজি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

আইএস নির্মূলে ১০মিলিয়ন ডলার অনুদান সৌদির

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ