শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


৩৬টি গরু নিয়ে বুড়িগঙ্গায় ট্রলারডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ৩৬টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে আহত হয়েছেন ৬ গরু ব্যবসায়ী। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচটি গরু পাওয়া গেছে।

এ ঘটনায় দায়ী লঞ্চের মাস্টার ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাতটায় বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের জানান, টাঙ্গাইল থেকে ট্রলারে করে ৩১টি কুরবানির গরু নিয়ে বিক্রির জন্য ফতুল্লা হাটে আসে ব্যবসায়ীরা। ঘাটে ট্রলারটি ভিড়ানোর সময় ফতুল্লা লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া দুটি লঞ্চের চাপায় পড়ে গরুর ট্রলারটি ডুবে যায়।

এসময় ট্রলারে থাকা রাখালরা গরু বাঁচানোর জন্য রশি কাটতে গেলে তিনজন নিখোঁজ হন। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার জন্য দায়ী লঞ্চ দুটি হলো এম ভি ধুলিয়া-এক এবং এম ভি আওলাদ শাহ। এর মধ্যে পুলিশ এম ভি ধুলিয়া-একের মাস্টার ফারুক হোসেনকে আটক করেছে। অন্যরা ও এম ভি আওলাদ শাহ’র লোকজন পালিয়ে গেছে।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরএম-


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ