শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে ফ্রান্স-তুরস্ক ঐক্যবদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে কাজ করতে ঐক্যবদ্ধ হয়েছে ফ্রান্স ও তুরস্ক। গতসপ্তাহে তুরস্কের স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর যুক্তরাষ্ট্র দ্বিগুন হারে শুল্কারোপ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যয়ভাবে শুল্কারোপ নিয়ে শুক্রবার ফ্রান্সের অর্থমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন আঙ্কারার অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক। যদিও তুরস্কও মার্কিন পণ্য অ্যালকোহল, তামাকজাত পণ্য ও গাড়ির ওপর প্রতিশোধমূলক শুল্কারোপ করেছে।

তুরস্কের অর্থমন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, উভয় কূটনৈতিক দেশ দ্বয়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিষয়েও কথা বলেছেন। আগামী ২৭তারিখে তারা পেরিসে একটি বৈঠকে বসার ব্যাপারেও একমত হয়েছে বলে জানিয়েছে আঙ্কারার সরকার সমর্থিত গণমাধ্যম ‘ডেইলি সাবা’।

সাবা জানায়, সম্প্রতি মার্কিন একজন যাজককে মুক্তি না দেয়ার জেরে তুর্কি দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিলে ওয়াশিংটনের সাথে আঙ্কারার দ্বিপক্ষীয় সম্পর্ক তলানিতে যায়। তবে আলবায়রাক ফোনে কথা বলার সময় ফ্রান্সের অর্থমন্ত্রী ও তাদের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তুরস্কের প্রতি সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আনাদোলু এজেন্সি।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

ইমরান খানের প্রথম ১০০ দিনের পরিকল্পনা

-আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ