বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


সেপ্টেম্বরের কর্মসূচি নিয়ে ড. কামালের সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের করণীয় নির্ধারণ করতে বৈঠক করেছেন।

শনিবার (১৮ আগস্ট) বিকালে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে দুজনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে যেসব নিয়ে আলোচনা হয় তার মধ্যে অন্যতম হলো আগামী ২২ সেপ্টেম্বর ঐক্য প্রক্রিয়া আহূত মহাসমাবেশের প্রস্তুতি।

উল্লেখ্য, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২২ সেপ্টেম্বর ঐক্য প্রক্রিয়ার ব্যানারে ওই মহাসমাবেশ হবে। যদি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি না মিলে, তাহলে বিকল্প ভেন্যু হিসেবে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনও ঠিক করে রাখা হবে এই সমাবেশের জন্য।

ওই মহাসমাবেশে আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী বাদে দেশে সক্রিয় ডান-বাম-প্রগতিশীল ঘরানার প্রায় সবকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের এতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে।

এর আগে,  ঈদুল আজহার পর থেকে পুরো সেপ্টেম্বর মাসজুড়ে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক সভা-সমাবেশ, জনসভা ও গণসমাবেশ করার কর্মসূচি নেয়া হয়।

জনমত গড়তে সেপ্টেম্বরজুড়ে যুক্তফ্রন্টের কর্মসূচি

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ