বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


কোটা ও সড়ক আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি ৫ ইসলামি দলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী ছাত্রদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন ৫টি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বিবৃতিতে বলেন, ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া এ সকল ছাত্রের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে রিপোর্ট প্রকাশ করেছে।

কোমলমতি এসব ছাত্রকে কারাগারে আটকে রাখা না রাখার ওপর সরকারের পতন বা টিকে থাকা নির্ভর করে না। তাই আমরা এ ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে সাম্প্রতিক সময়ে গ্রেফতারকৃত ছাত্রদের মানবিক কারণে ঈদের পূর্বেই নিঃশর্ত মুক্তি দাবি করছি।

বিবৃতি দাতারা হচ্ছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ আব্দুল মুমিন, সহ সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক, নায়েবে আমীর মাওলানা সৈয়দ মুজিবুর রহমান পেশওয়ারী, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ, নায়বে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি সাবেক এমপি বদরুদ্দোজা সোজা, নির্বাহী সভাপতি আব্দুল আজীজ হাওলাদার, মহাসচিব কাজী আবুল খায়ের।

ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী, নায়েবে আমীর মাওলানা রুহুল আমীন, মহাসচিব ড. এনামুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

[আপনার সন্তান কি মাদকাসক্ত? যোগাযোগ করুন হলি কেয়ারে। হলি কেয়ার দিচ্ছে মাদকাসক্তদের দীনি পরিবেশে উন্নত চিকিৎসা। ফোন 01777014346, 01916385382]

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ