বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


সব খাল উন্মুক্ত করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীতে সরকার গঠন করতে পারলে রাজধানীর সব বক্স কালভার্ট ভেঙে খালগুলো উন্মুক্ত করা হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খালের ওপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে বলেও জানান তিনি। রোববার সকালে হোটেল সোনারগাঁওয়ে দাসেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনা জানান।

ঢাকা মহানগরে দৈনিক ২৩৩ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ওয়াসার উৎপাদন ক্ষমতা ২৪৫ কোটি লিটার। যার মধ্যে প্রতিদিন সিসটেম লস ২০ শতাংশ।

দাসেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানায় ওয়াসা। এই পয়ঃশোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বর্জ্য পরিশোধন করা যাবে।

সকালে তিন হাজার ৩১৭ কোটি টাকার প্রকল্পটির ভিত স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রান্তিক জনগণের আধুনিক জীবনমান নিশ্চিত করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি।

আগামীতে ক্ষমতায় এলে রাজধানীর সব বক্স কালভার্ট ভেঙে খাল উন্মুক্ত করার আশ্বাস দেন শেখ হাসিনা। বস্তিবাসির জন্য বাসস্থান গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

২০২৫ সাল নাগাদ দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। এর আর্থিক ও কারিগরী সহায়তা দিচ্ছে চীন।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ