শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বগুড়ায় আজান দেয়ার সময় মুয়াজ্জিনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদে আজান দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা গেলেন মুয়াজ্জিন ওমর ফারুক (২৫)।

ঘটনাটি ঘটেছে বগুড়ার নন্দীগ্রামে। রোববার ফজরের আজান দেয়ার সময় এ ঘটনা ঘটে।

ওমর ফারুক উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা সরকারপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম মোস্তফা শনিবার মসজিদে আজান দিতে গিয়ে মাইক্রোফোন ধরে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরদিন বাবা অসুস্থ থাকায় ছেলে ওমর ফারুক আজান দিতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, রোববার মুয়াজ্জিনের ছেলে ওমর ফারুক মসজিদে ফজরের আজান দিতে গিয়ে মাইক্রোফোন ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

দিল্লিতে আজান বন্ধের ষড়যন্ত্র; মুসলিমদের উদ্বেগ

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ