শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সিরিয়া পুনর্গঠন ও শরণার্থী ফেরাতে সহায়তার আশ্বাস রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: গৃহযুদ্ধ কবলিত সিরিয়া পুনর্গঠন ও শরণার্থী ফেরাতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে রাশিয়া।

জার্মানির বার্লিনে চ্যান্সেলর মের্কেলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান রুশ প্রেসিডেন্ট। এসময় সিরিয়ার ইদলিবে জরুরী ভিত্তিতে মানবিক সহায়তা পৌছানোর পাশাপাশি বাস্তুচ্যুতদের নিরাপদে দেশে ফেরাতে এখনই কাজ শুরুর তাগিদ দিয়েছেন তারা।

সিরিয়া ছাড়াও ইউক্রেন ইরানের পরমাণু চুক্তি এবং রাশিয়া থেকে বল্টিক সাগর হয়ে ইউরোপে গ্যাস পাইপলাইন স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ অবশ্য পাইপলাইন স্থাপনের বিষয়ে আপত্তি জানিয়ে আসছে। তাদের দাবি এতে রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়বে ইউরোপ। গত বছর রাশিয়া থেকে ৫৩ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস আমদানি করে জার্মানি।

সূত্র: আল-আরাবিয়া

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ