শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ফিলিস্তিনের গ্রাম ধ্বংস করার নির্দেশ ইসরায়েলি আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে বেদুইনদের একটি গ্রাম ধ্বংস করার নির্দেশ দিয়েছে দেশটির এক আদালত।

এই গ্রামের ১৮০টি পরিবারকে জোরপূর্বক বের করে দেয়া হবে। এই ঘটনায় ফিলিস্তিন ও মানবাধিকার গোষ্ঠীগুলো প্রতিবাদ জানিয়েছে।

বুধবার এক বিবৃতিতে ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছেন, খান আল আহমার গ্রামটি পুরোপুরি ধ্বংস করার সিদ্ধান্ত বসতগুলির ওপর বাড়তি চাপ তৈরি করতে ইসরায়েলের ‘ঔপনিবেশিক প্রকল্প-কে দৃঢ় করছে। যা পশ্চিম তীরের বাকি অংশ থেকে পূর্ব জেরুজালেমকে কার্যকরভাবে পৃথক করে ফেলবে।

বিবৃতিতে আরো বলা হয়, এই অবৈধ সিদ্ধান্ত ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর ঔপনিবেশিক ডিএনএ প্রকাশ পেয়েছে। তারা ফিলিস্তিনের ভূমি দখল করতে কাজ করছে।

পশ্চিম তীর থেকে কার্যকরভাবে বাতিল এবং ভবিষ্যতে ফিলিস্তিন সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের আশাকে হত্যা করছে।

খান আল-আহমার গ্রামটি জেরুসালেম থেকে কয়েক কিলোমিটার দূরে ইসরায়েলের প্রধান দুটি অবৈধ বসতি মালে আদুমিম এবং কাফার আদুমিমের মাঝে অবস্থিত।

এই গ্রামটিকে উৎখাত করে ইসরায়েল তাদের বসতি বিস্তৃত করার পরিকল্পনা করছে।এই বেদুইন গ্রামটি নিশ্চিহ্ন করতে পারলে পশ্চিম তীরকে দুই ভাগে বিভক্ত করতে সক্ষম হবে ইসরায়েল।

ইসরায়েলের হাইকোর্ট গ্রামটিকে ধ্বংস করার আবেদন খারিজ করে বলেছে, এই গ্রাম ধ্বংসে অস্থায়ী যে নিষেধজ্ঞা টানানো ছিল তা এক সপ্তাহের মধ্যেই বিলুপ্ত হবে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আবিগদর লিবারম্যান আদালতের রায়ের প্রশংসা করে টুইটারে বলেছেন, এটি সাহসী সিদ্ধান্ত।

সূত্র: আনাদোলু এজেন্সি

বিসফটি – বিস্তারিত জানুন

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর