শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


নারীদের ওড়না পরিধানের শরিয়তসম্মত পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা জফিরুদ্দিন: খিমার বলা হয় যা মহিলারা মাথায় পরিধা করে। উলামায়ে কেরাম বলেন, মাথার ওপর থেকে উড়নাখানি এমনভাবে ছেড়ে দিবে যেনো বুক ঢেকে থাকে। বুকের উঁচুনিচু, গলার অলঙ্কার ও সৌন্দর্য প্রকাশ না পায়।

উড়নাখানি কেবল মাথায় ফেলে রাখা বা গলায় ঝুঁলিয়ে রাখা এদিকে পীনোন্নত বুক অরক্ষক্ষত পড়ে থাকলো এমনটা করা ঠিক নয়। এতে বরং তাদেরকে আরো কমনীয় মনে হয়। এটা জাহেলী প্রথা।

ইসলাম তো এসেছে জাহেলী প্রথা মিটিয়ে দিতে। তাই ইসলামের বিধান হলো জামার ওপর উড়না জড়িয়ে সমসত্ম শরীর ঢেকে রাখবে।

হযরত আয়েশা সিদ্দীকা রা. বলেন, প্রথম হিজরতকারিণী মহিলাদের ওপর আল্লাহপাক রহম করুন। যখন পর্দার বিধান নাযিল হলো তারা নিজেদের চাদরে ছিঁড়ে ছিঁড়ে দুপাট্টা বানিয়ে নিয়েছেন।

ইবনে কাসির আরো অনেক হাদিস উদ্ধৃত করেছেন যাতে বোঝা যায়, নবী ও সাহাবিদের যুগে এ আয়াতের ওপর পূর্ণ আমল ছিলো। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ