বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


আলোচনায় প্রস্তুত পাকিস্তান, ভারতের জবাবের অপেক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। নতুন সরকার আসার পর দেশটি প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে উত্তম সম্পর্ক রাখায় মন দিতে চায়।

সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়েছে, বৈঠকের জন্য তারা প্রস্তত। এ বিষয়ে তারা ভারতের অফিশিয়াল  রেসপন্সের প্রতীক্ষায় আছেন।

পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে ড. মুহাম্মদ ফয়জুল হাসান জানান, ভারতের সঙ্গে কথা বলতে তারা প্রস্তুত। ভারতের জবাবের অপেক্ষা করছে তারা৷

তিনি বলেন, দুই দেশের মধ্যে যে সব সমস্যা চলছে তা একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধানের পথ পেতে পারে৷

সাম্প্রতিক ঘটনার কথা তুলে ধরে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলেছেন৷

তবে ভারতের থেকে প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, শিখ পুণ্যার্থীদের জন্য কারতারপুর করিডোর খোলার বিষয়ে তার কাছে কোনও তথ্য নেই৷

এদিকে গত ১৩ সেপ্টেম্বর হাফিস সাঈদের দল জামাত উদ দাওয়াকে সমাজসেবা মূলক কাজের ছাড়পত্র দেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট৷ অনেকদিন ধরেই ফালাহি ইনসানিয়ত ফাউন্ডেশন চালিয়ে আসছেন সাঈদ৷ যা জামাত উদ দাওয়ার সমাজসেবা মূলক শাখা৷

হাফিজের ইনসানিয়ত সংগঠন অনেকদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছে৷ জামাত উদ দাওয়া ও ইনসানিয়ত মিলে মোট ৫০,০০০ ভলেন্টিয়ার রয়েছে৷ বিভিন্ন স্কুল, হাসপাতালে ৩০০ সেমিনার করেছে হাফিজের সংগঠন৷ অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন চিকিৎসা পরিষেবা দিতেও তৎপর ইনসানিয়ত৷

এ নিয়ে ভারত কী প্রতিক্রিয়া দেখায় সেটিও দেখার বিষয়। কেননা ভারত মুম্বাই হামলার মাস্টারমাইন্ড মনে করে হাফিস সাঈদকে।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর