শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


দ্বীনের দাওয়াত দিতে হবে তিনটি গুণের মাধ্যমে: মুফতী মাসউদুল করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া সুবহানিয়া ক্যাম্পাস শাখা ও তুরাগ থানার যৌথ উদ্যোগে তরবিয়তী ইজতেমা শেষ হয়েছে।

হাফেজ মাওলানা নুরে আলম এর সভাপতিত্বে ও হাফেজ সাদিমুল্লাহ সাদ্দাম ও নাজমুল হাসান মাহাদির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি, মুফতী মাসউদুল করীম।

তিনি বলেন, এলেম হলো মেহমান, যদি তুমি তার কদর করতে চাও, তাহলে তার কদর করতে হবে আমল দ্বারা।

তিনি আরো বলেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে তিনটি গুণের মাধ্যমে। ভাষার মাধ্যমে, আমলের মাধ্যমে ও আখলাকের মাধ্যমে।

বিশেষ বক্তার বক্তব্যে, মুফতী মহিউদ্দিন মাসুম বলেন, তুমি যদি জাতিকে নেতৃত্ব দিতে চাও, তাহলে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, জমিয়ত প্রতিষ্ঠাতা হযরত শাইখুল হিন্দ রহ.কে লোকেরা শাইখুল হিন্দ বলে থাকেন, কিন্তু বাস্তবে তিনি ছিলেন শাইখুল আলম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওঃ শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম কাসেমী, তাওহিদুল ইসলাম, শাহ আহমদ শফি, আব্দুর রহমান নাদিম, হোসাইন আহমদ, আবু দারদা সাফওয়ান, সাব্বির আহমদ, ইয়াকুব কামালসহ নেতৃবৃন্দ।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

-আরআর


সম্পর্কিত খবর