শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


সিরিয়ার ১০৮ মসজিদ মেরামত করবে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: তুরস্কের ইসলামি সংস্থা সিরিয়ার উত্তর অঞ্চলে সন্ত্রাসী দলগুলোর আক্রমণে ধ্বংস হয়ে যাওয়া মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মেরামতের জন্য দেড় মিলিয়ন ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছে তুর্কি সরকার।

‘সিরিয়া ইউফ্রেটিস শিল্ড’ ধর্মীয় অধিদপ্তর উত্তর সিরিয়ার মানবিক সাহায্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে।

প্রেসিডেন্ট এরদোগান ও আধুনিক তুরস্ক

রিপোর্টে বলা হয়েছে সিরিয়ার জারবুলস, আজাজ, আল-বাব, রায়, মারে, তুর্কমান বারেহ, ইহতিমলাত ও আহতরিন এ এলাকাগুলোতে ধ্বংস ১০৮ মসজিদ মেরামত করবে তুরস্ক।

১০৮ মসজিদের মেরামত শেষ হলে তারা অন্য এলাকার মসজিদগুলোর দিকে মনোযোগ দেবে বলেও জানিয়েছে তুরস্ক।

ইউনিশাফাক নিউজের বরাতে আরো জানা যায়, তুরস্ক সিরিয়ায় ধ্বংসপ্রাপ্ত মসজিদগুলো ঠিক করতে একটি মিশনও চালু করেছে।

এদিকে ২০ জানুয়ারি আফগানিস্তানে ইয়েপিজি/ পিকেকে নামের একটি মিশন চালু করেছে তুরস্ক। তাদের কাজ হবে দেশের সন্ত্রাসীদের অপসারণের জন্য কাজ করা।

সূত্র: ইউনিশাফাক

Ecommers-cover-bsofty

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ