শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আশুরার অনুষ্ঠানে হামলার পরিকল্পনা; ২৬ আইএস সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) বাহিনীর হাতে কাবুলের বিভিন্ন এলাকায় অস্ত্রোপাচারের সময় কমপক্ষে ২৬ আইএস কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এনডিএস মঙ্গলবার এক বিবৃতিতে এ গ্রেফতারের কথা জানিয়েছেন। এনডিএসের বিবৃতি অনুসারে গ্রুপটি বিভিন্ন প্রদেশসহ কাবুলে প্রবেশ করেছিল। তাদের পরিকল্পনা ছিলো বৃহস্পতিবার আশুরার অনুষ্ঠান চলাকালে সন্ত্রাসী হামলা পরিচালনা করা।

এনডিএস বাহিনী তাদের পরিকল্পনা বাস্তাবায়ন করার আগেই তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার  আইএস সদস্যরা এ হামলার পরিকল্পনার কথা স্বীকার করে।

উল্লেখ্য, আশুরা উপলক্ষ্যে কাবুলে প্রতিবছর সর্ববৃহৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে হামলার পরিকল্পনা করে আইএস।

সূত্র: আবনা নিউজ এজেন্সি

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ