বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


খারাপ দৃশ্য ও ভুয়া সংবাদও প্রচার হচ্ছে, যা খুবই ক্ষতিকর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে সংবাদমাধ্যমগুলোর জন্য নীতিমালা প্রনয়ণ করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশের কল্যাণে দেশে অনেক অনলাইন পত্রিকা হয়েছে। তাদের জন্যেও নির্দিষ্ট নীতিমালা রয়েছে কিন্তু অনেক পত্রিকা সেসব নীতিমালা মানছে না। খারাপ দৃশ্য, ভুয়া সংবাদ প্রচার করছে। যা শিশু-কিশোরদের জন্য এসবকিছু ক্ষতিকারক হিসেবে দেখি আমি।’

এসময় তিনি গণমাধ্যমকর্মীদের সত্যনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান।

চাকরি আপনাকে খুঁজছে

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে দুস্থ সাংবাদিকদের সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ১০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি। এই ফান্ডে আমি কিছু টাকা দিয়েছিলাম। পত্রিকার মালিকরা এই ফান্ডে কোনও টাকা দেননি। মাত্র দুজন টেলিভিশন মালিক ফান্ডে সহায়তা করেন। সেখানে এখন ১৪ কোটি টাকা আছে। আমি আরও ১০ কোটি টাকা দেবো।আপনারা যারা টিভি চ্যানেল ও পত্রিকার মালিক, আপনারাও দিন।’  পাশাপাশি সংবাদমাধ্যম মালিকদের কল্যাণ ট্রাস্টে অনুদান দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সার্বিক উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমি মনে করি, এটি আমার একটা দায়িত্ব। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আমরা তা করছি।’

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ