শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


মালয়েশিয়ায় ৫৫ জন বাংলাদেশি শ্রমিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার সাইবারজায়া শহরের একটি কারখানায় অভিযান চালিয়ে ৫৫ জন বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগের বরাত দিয়ে দ্য স্টার ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক মুসতাফার আলি জানিয়েছেন, ওই অভিযানে মোট ৩৩৮ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ৫৫ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন।

জানার জন্য কুরআন মানার জন্য কুরআন

ইন্দোনেশিয়ার ৩৬ জন পুরুষ ও ১৭২ জন নারী শ্রমিককে আটক করা হয়েছে। অভিযানে আটক হয়েছে মিয়ানমারের ২৫ জন পুরুষ ও তিনজন নারী শ্রমিক এবং ৪৭ জন নেপালি পুরুষ।

অভিবাসন বিভাগের এই কর্মকর্তা বলেন, আমরা প্রায় ২ হাজার ২৩০ জনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেছি। পরে ৩৩৮ জনকে আটক করা হয়। তাদের বেশির ভাগই অস্থায়ীভাবে কাজ করার অনুমতি নিয়ে বিভিন্ন কোম্পানিতে কাজ করছিল।

অভিবাসন বিভাগ জানায়, যদি তদন্তে দেখা যায় যে, আটক সব শ্রমিকই যে কোম্পানিতে নিবন্ধন রয়েছে, সেখানে কাজ করছিলেন না, তবে তাদের কাজ করার অনুমতি বাতিল করা হতে পারে।

আরও পড়ুন: জন্মসনদে বয়স কমানোর হিড়িক: ইসলাম কী বলে?

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ