বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


নাইজেরিয়াতে কলেরায় ৯৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: নাইজেরিয়ায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী কলেরা। জাতিসংঘ বলেছে, গত দু'সপ্তাহে দেশটিতে কলেরায় আক্রান্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে।

দেশটির ইয়োব এবং বর্নো প্রদেশে তিন হাজার ১২৬টি কলেরা সংক্রমণের খবর পাওয়া গেছে। শনিবার জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

দু'সপ্তাহ আগে দেশটির বর্নো প্রদেশে এই কলেরা ছড়িয়ে পড়ে। যেখানে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের ভয়ে পালিয়ে এসে কয়েক লাখ মানুষ ক্যাম্পে আশ্রয় নিয়েছিলো।

বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয় চলতি বছর লেক শাদ অঞ্চলে কলেরায় আক্রান্ত হয়ে পাঁচশতাধিক মানুষের মৃত্যু হয়। গত চার বছরের মধ্যে এটাই অঞ্চলটিতে কলেরার সবচেয়ে বড় সংক্রমণ।

জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স বলছে, এতে মোট ২৪ হাজার আক্রান্তের ঘটনা ঘটতে পারে। যদি জরুরী পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এটি মহামারী আকার ধারণ করবে এবং অনেক মানুষের মৃত্যু হতে পারে।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে কওমি আলেমরা

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ