শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘বিষাদ–সিন্ধু’ অনূদিত হলো ইংরেজিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারবালার কাহিনিকেন্দ্রিক উপন্যাস ‘বিষাদ–সিন্ধু’। মীর মশাররফ হোসেনের মহাকাব্যিক জনপ্রিয় উপন্যাসটি ‘ওশান অব মেলানকলি’ নামে ইংরেজি ভাষায় প্রকাশ হয়েছে ভারতে। আলো সোমের অনুবাদে বইটি বাজারে এনেছে নিয়োগী বুকস।

বিষাদসিন্ধু

কারবালার যুদ্ধ ও এর পূর্বাপর ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। এটি যথাক্রমে ১৮৮৫, ১৮৮৭ ও ১৮৯১ সালে তিন ভাগে প্রকাশিত হয়; পরবর্তী সময়ে সেগুলি একখণ্ডে মুদ্রিত হয় ১৮৯১সালে।

বিষাদ-সিন্ধুর মূল বিষয়বস্তু হচ্ছে- হযরত মুহাম্মদ সা.-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর জন্য দায়ী ঘটনাসমূহ। অবশ্য ইমাম হোসেনের মৃত্যুর ফলে যে সকল ঘটনা ঘটেছিল তারও বর্ণনা রয়েছে এ গ্রন্থে। তবে বইটিতে মূল ইতিহাস স্থান পায়নি বলে বিতর্কও রয়েছে পাঠক মহলে।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ