শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


অন্তিম শয্যায় হজরত আবু বকর সিদ্দীক রা.-এর শেষ উক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রেষ্ঠ  সাহাবী ও প্রথম খলীফা। সর্বপ্রথম ঈমান আনায়নকারী পুরুষ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চির সহচর। মিথ্যা নবুওয়াতের দাবীদারদের মূলোৎপাটন এবং যাকাত প্রদানে অস্বীকারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।

জীবনের শেষ সময় হযরত উমর রা. কে উদ্দেশ্য করে বললেন, এখন থেকে আপনি নামায পড়াবেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় কোন কোন সাহাবী আরয করলেন, আপনি অনুমতি দিলে আমরা চিকিৎসক ডেকে আনবো।

হযরত আবু বকর জবাবে এই আয়াত উচ্চারণ করতে লাগলেন,

 فعا ل لما ير يد

অর্থ: তিনি (আল্লাহ্ তায়ালা) যা ইচ্ছে করেন তা-ই করেন।

অত:পর যখন জীবনের অন্তিম লগ্নটি এসে উপস্থিত হলো, তিনি পড়তে লাগলেন-

رب تو فنى مسلما و الحقنى با لصا لحين

অর্থ: প্রভু হে, ইসলামের উপর আমার মরণ দাও, মুসলিম হিসেবে আমার মৃত্যু হোক এবং আমাকে সৎলোকদের অন্তর্ভুক্ত কর। এ বাক্যটি শেষ হওয়ার সাথে সাথেই তার পবিত্র রূহ তার স্রষ্টার সান্নিধ্যে পৌঁছে যায়।

(মাওলানা উবায়দুর রহমান খান নদভী রচিত অন্তিম শয্যায় খ্যাতিমানদের শেষ উক্তি বইটি থেকে সংগৃহীত)

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর