শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ভবিষ্যতে ড. কামাল হোসেনকে প্রায়শ্চিত্ব করতে হবে: বি চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: বিকল্পধারার প্রধান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিকল্পধারাকে বাদ দেওয়ায় ভবিষ্যতে ড. কামাল হোসেনকে প্রায়শ্চিত্ব করতে হবে। ড. কামাল ষড়যন্ত্রের শিকার হয়ে নতুন জোট করেছেন বলেও দাবী তার।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট দেওয়া এক স্বাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শুরু থেকে ঐক্য প্রক্রিয়ার নেতৃত্বে থাকলেও নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টে নেই বিকল্পধারা। নতুন জোটে না থাকাকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন দলটির সভপতি বদরুদ্দোজা চৌধুরী ।

আপাতত জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে থাকলেও আগামীতে ড কামাল হোসেনের পরিনতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আগামীতে যুক্তফ্রন্টের পরিধি বাড়বে বলেও বলেও মনে করেন তিনি।

দলীয় প্রধান খালেদা জিয়ার একক সিদ্ধান্তে জামায়াতকে জোটে নেওয়া হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, তখন এর প্রতিবাদ না কর ঠিক হয়নি।

যতদিন বেঁচে আছেন স্বাধীনতা বিরোধীদের সঙ্গে রাজনীতি করবেন না বলেও জানান সাবেক এই রাষ্ট্রপতি।

আলেমদের ‘মাওলানা বলে ডাকা কি শিরক?

আরএম/


সম্পর্কিত খবর