শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


বৃহস্পতিবার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার দেশের ১০২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মাধ্যমে শতভাগ বিদ্যুতের আওতায় আসবে ১৮২টি উপজেলা। বুধবার বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এসময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, চলতি বছর শেষে শতভাগ বিদ্যুতায়িত হবে ৩১৫টি উপজেলা।

উৎপাদনে একের পর এক মাইলফলক তৈরি করে চলেছে দেশের বিদ্যুৎ খাত। গত মাসে যা পৌঁছায় ২০ হাজার মেগাওয়াটে। তবে এখনো বিদ্যুতের সুবিধা পায়নি অনেক পরিবার।

এ অবস্থায় ২০১৬ সালে উপজেলাভিত্তিক শতভাগ বিদ্যুতায়ন প্রকল্প হাতে নেয় সরকার। যার ফলে বিদ্যুৎ সংযোগ পাবেন ঐ উপজেলার সব আবেদনকারী। এখন পর্যন্ত ৮০টি উপজেলা এ প্রকল্পের আওতায় এসেছে। বৃহস্পতিবার আসছে আরো ১০২টি উপজেলা।

এদিকে চলতি বছর শেষে সবগুলো উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। অপেক্ষা করতে হবে আরো এক বছর।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বৃহস্পতিবার সারাদেশে মোট ৭ টি বিদ্যুৎকেন্দ্রেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ