শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


দেশের প্রথম পারমাণবিক চুল্লি স্থাপন করছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি স্থাপন করায় মন দিচ্ছেন সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান।

জানা যায়, সোমবার (০৫ নভেম্বর) মুহাম্মদ বিন সালমান একটি পারমাণবিক গবেষণা চুল্লির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

সৌদি প্রেস এজেন্সির এক রিপোর্টে জানা গেছে, দেশটির রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ সিটিতে সফরকালে বিজ্ঞান ও প্রযুক্তির সম্প্রসারণে পারমাণবিক চুল্লির সাতটি প্রকল্পের উদ্বোধন করেন যুবরাজ সালমান।

সৌদিকে তেল নির্ভরতা থেকে বের করে আনতে দীর্ঘ দিন থেকেই নানা প্রকল্প ও পরিকল্পনা করছেন বিন সালমান। সে পরিকল্পনা থেকেই এবার তিনি এ উদ্যোগ হাতে নিয়েছেন বলে জানা গেছে।

বৈশ্বিক বৈচিত্র্য অর্জনের জন্য ৮০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে আগামী দুই দশকে ১৬টি পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় অপরিশোধিত রফতানিকারক দেশ সৌদি আরব।

এর আগে বিন সালমান ইরানের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, তারা পারমাণবিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করতে পারলে আমরা কেন বসে থাকবো।

মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ