শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


রাষ্ট্রপতি ও ইসির সাক্ষাৎ চেয়ে বিকল্পধারার চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও ইসির সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে বিকল্পধারা।

মঙ্গলবার সকালে আসন্ন একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী।

অন্যদিকে সিইসির সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

চিঠিতে বি. চৌধুরী বলেন, সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যাস্ত। সে হিসেবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই।

তফসিলের আগেই সময় নির্ধারণের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন বদরুদ্দোজা চৌধুরী।

রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে মঙ্গলবার সকাল ১০টায় এ চিঠি পৌঁছানো হয়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ