শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বিএনপির কার্যালয়ে ভিড় দেখে সহ্য করতে পারেনি সরকার: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) দায়ী করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘সরকারের সকল দুষ্কর্মের দায়িত্ব নিয়েছে নির্বাচন কমিশন। এজন্যই আজ আমাদের উপর হামলা করা হয়েছে’

তিনি আরো বলেন, তফসিল ঘোষণার পর দলীয় কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীরা আসবেন এটা স্বাভাবিক। পুলিশ এসব নেতাকর্মীদের গ্রেফতার করেছে।

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, তফসিলের পর কেন আক্রমণ? গণভবনের সামনে শোডাউন করলে আচরণবিধি লঙ্ঘন হয় না। বিএনপি অফিসের সামনে এলে হামলা, গ্রেফতার। আমরা এই সরকারের পদত্যাগ দাবি করছি।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বুধবার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের একটি দল কার্যালয়ের দিকে আসার সময় অন্যায়ভাবে পুলিশ তাদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এ ঘটনাটি পরিকল্পিত।

এরপর পরই সরকার সমর্থিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ নিরীহ নেতাকর্মীদের ওপর গুলি চালায়। এতে বিএনপির ৫০ নেতাকর্মী আহত হন।

‘একঘণ্টার জন্যও নির্বাচন পিছিয়ে যাক আমরা চাই না’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ