শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


যাত্রাবাড়ীতে গ্যাসলাইনের বিস্ফোরণে নিহত ১ দগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার যাত্রাবাড়ীর ধলপুরে একটি বাসায় গ্যাসলাইনের বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাছাড়া একই পরিবারের আরও চার ব্যক্তি দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন, সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০)।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দেয়াল উড়ে যায়। ওই সময় ভবনের ওপর তলার সাইদুল ইসলামের নামে বাসিন্দার মেয়ে তাহসিন নামছিল। সেসময় বিস্ফোরণে তাহসিন চাপা পড়ে মারা যায়। বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ দগ্ধ হয় মোট ছয়জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্খাজনক।

যাত্রীবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী গনমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, এটা কিভাবে ঘটেছে তা এখনো আমরা জানতে পারিনি। কারণ বাসার সবাই দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

গ্যাসের লাইনে দীর্ঘদিনের লিকেজ ছিল। সেখান থেকে ঘরে গ্যাস পুঞ্জীভূত হয়ে জমে ছিল। সকালে কেউ আগুন জ্বালাতে গিয়েই বিস্ফোরণ ঘটে বলেও ‍জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ শিকদার বলেন, বিস্ফোরণের খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চার ইউনিট পাঠানো হয়। তবে ঘটনাস্থলে আগে আগুন নিভে যায়।

ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া: রিজভী


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ