শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


স্কুইড অক্টোপাস ও সামুদ্রিক কাঁকড়া খাওয়া বৈধ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামুদ্রিক ও নদীর শুধু মাছ খাওয়া জায়েজ। অন্য কোন প্রাণী খাওয়া জায়েজ নয়।

সমুদ্র বিশেষজ্ঞগণের তথ্য মতে সমুদ্র ও নদীতে যেসব প্রাণীকে মাছ বলা হয়, শুধু তাই ভক্ষণ করা যাবে। এছাড়া অন্য প্রাণী ভক্ষণ বৈধ নয়।

সেই হিসেবে বিশেষজ্ঞরা কাঁকড়া, অক্টোপাস, স্কুইড এসব মাছ নয় বলেই মনে করেন আর তাই এগুলো খাওয়া জায়েজ নয়।

তবে চিংড়ি মাছ। তাই তা ভক্ষণ করা যাবে।

দলিল- তাবইনুল হাকায়েক ৬ খণ্ড ৪৬৯ পৃষ্ঠা, আজজাবাইহ ৪খণ্ড ৪৪২ পৃষ্ঠা, রদ্দুল মুহতার ৯ খণ্ড, ৪৪১পৃষ্ঠা।

‘ইসলামের তিনটি বিধান মেনে চলেলে কখনো ডায়াবেটিস হবে না’


সম্পর্কিত খবর