শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ইরান সফরে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শনিবার সকালে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে ইরান সফরে গেছেন।

তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজসম্পদ মন্ত্রী রেজা রাহমানি ইরাকের প্রেসিডেন্টকে স্বাগত জানান এবং বিকেলে তেহরানের সা’দাবাদ প্রাসাদে প্রেসিডেন্ট হাসান রুহানি তার ইরাকি সমকক্ষ বারহাম সালিহকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন । তারপর দু’দেশের মধ্যে রাষ্ট্রীয় বৈঠক শুরু হবে।

ইরাকের প্রেসিডেন্টের দু’দিনের সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে দু’দেশের কর্মকর্তারা আলোচনা ও মতবিনিময় করবেন।

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ধারাবাহিক সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট সালিহ তেহরান সফরে এলেন। ইরানের আগে তিনি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও জর্দান সফর করেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ