বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

মধ্য আফ্রিকার শরণার্থী শিবিরে হামলায় নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্য আফ্রিকার প্রজাতন্ত্রে ক্যাথলিক মিশন পরিচালিত এক শরণার্থী শিবিরে হামলায় ৪০ জনেরও বেশি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বহু লোক। এমনটাই জানিয়েছেন একজন আঞ্চলিক আইনপ্রতিনিধি।

বৃহস্পতিবার দেশটির রাজধানী বানগুই থেকে ৩০০ কিলোমিটার পূর্বে আলিনদাও শহরে হামলার এ ঘটনাটি ঘটে।

ক্যাথলিক মিশন পরিচালিত শহরটির ওই শরণার্থী শিবিরে ২০ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছিল বলে জানা গেছে। হামলাকারীরা ওই শিবিরটিতে আগুন ধরিয়ে দিলে হাজার হাজার শরণার্থী শিবিরটি ছেড়ে পালিয়ে যায়।

আলিনদাওয়ের আইনপ্রতিনিধি এথিয়েন গোডেনাহা বলেছেন, এ পর্যন্ত ৪২টি মৃতদেহ গুনেছি, কিন্তু এখনও অন্যান্যদের খোঁজ করছি আমরা। শিবিরটি পুড়িয়ে দেওয়া হয়েছে, লোকজন জঙ্গলে অথবা শহরের অন্যান্য উদ্বাস্তু শিবিরে পালিয়ে গেছে।

ত্রাণ সংস্থার সঙ্গে জড়িত একটি সূত্র হামলায় ৪০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তথ্য: রয়টার্স।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘের মানবিক কার্যক্রমের সমন্বয়ক নাজাত রোচদি এক বিবৃতিতে বলেছেন, “বেসামরিকদের বিরুদ্ধে দুষ্ট চক্রের এই উপর্যুপরি হামলা অগ্রহণযোগ্য।”

উল্লেখ্য, ২০১৩ সালে প্রধানত মুসলিম সেলেকা বিদ্রোহীরা তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজেকে ক্ষমতা থেকে উচ্ছেদ করলে খ্রিস্টান এন্টি-বালাকা মিলিশিয়াদের সঙ্গে তাদের লড়াই বেধে যায়।

এ লড়াইয়ে হাজার হাজার লোক নিহত ও দেশটির ৪৫ লাখ বাসিন্দার এক পঞ্চমাংশ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।

২০১৬ সালে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এবং সাম্প্রদায়িক হামলা-পাল্টা হামলা চলছে।

বোরকা না পরতে সৌদি নারীদের অভিনব প্রতিবাদ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ