শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বিতর্কিত নিরাপত্তা আইনের বিরুদ্ধে ফিলিস্তিনে চলছে বিক্ষভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিককৃত পশ্চিমতীরে বিতর্কিত সামাজিক নিরাপত্তা আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। যা চলতি মাসের শুরুতে কার্যকর করা হয়েছে।

সোমবার রামাল্লা শহরে এ আইনের বিরুদ্ধে বিক্ষোভ করা হয়। এতে ফিলিস্তিনি সরকারের প্রধান কার্যালয়ের বাইরে কয়েক হাজার শ্রমিক অংশ নিয়েছিলেন।

আমরা এ আইনের সংশোধন চাই। কিন্তু সরকার আমাদের কথা শুনতে অস্বীকার করেছে। এখন আমরা এই আইনের সম্পূর্ণ বাতিল চাচ্ছি। এমন দাবী জানিয়েছেন জাতীয় সামাজিক নিরাপত্তা আন্দোলন(এনএসএসএম) এর সদস্য।

বেথেলহেমে জেরুজালেম বিদ্যালয়ের কর্মী জ্যাক সিরানি বলেন, সরকার আমাদের উদ্বেগের কথা শোনেনি।

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি করতে অনেকেই এ আইন স্থগিত করার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম সামাজিক নিরাপত্তা আইনে সই করেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু কোম্পানি ও শ্রমিকদের প্রস্তুতির জন্য দুই বছর পরে সেটি বাস্তবায়ন করে।

ইসরাইলের সেই বিতর্কিত অ্যাক্টিভিস্টকে বের করে দিলো কুয়েত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ