শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সাভারে শ্রমিক কলোনির ৫০ ঘর আগুনে পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সাভারে তিন শ্রমিক কলোনিতে আগুন লেগেছে। এ সময় আগুনে অন্তত ৫০টি সেমি পাকা কক্ষ ও মালামাল পুড়ে গেছে।

রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পৌর এলাকার ভাগলপুর মহল্লার আলমগীর হোসেন, হাসান মিয়া ও শামসুল হকের মালিকানাধীন ৩টি শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, আলমগীর মিয়ার ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওই শ্রমিক কলোনিসহ পাশের আরও দুটি শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে। পরে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, শ্রমিক কলোনির যে কক্ষ থেকে আগুনের সূত্রপাত, ওই কক্ষের ভাড়াটিয়ারা গ্রামের বাড়ি বেড়াতে যাওয়ায় কক্ষটি তালাবদ্ধ ছিল দীর্ঘদিন ধরে। সব বিষয় তদন্ত করছে পুলিশ।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

নির্বাচন সফল করতে বিএনপির ৪ কৌশল

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ