শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বক্তব্যে খাশোগি হত্যার বিষয় এড়িয়ে গেলেন বাদশা সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলোচিত সাংবাদিক জামাল খাশোগির মৃত্যুর পর প্রথমবার প্রকাশ্যে ভাষণ দিলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

তার দীর্ঘ ভাষণে নিজ দেশের বিচারব্যবস্থার সাফাই গাইলেও খাশোগি ইস্যুতে কোন কথাই বলেননি তিনি ভাষণে।

ন্যায় বিচার প্রতিষ্ঠায় সৌদি আরব কখনও পিছপা হবে না বলে মন্তব্য করেন বাদশাহ সালমান। যদিও খাশোগি হত্যার বিচার বা তদন্তের অগ্রগতি নিয়ে কোন কিছুই ছিল না তার বক্তব্যে। এদিকে খাশোগি ইস্যুকে কেন্দ্র করে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সিংহাসনে বসা নিয়ে রাজপরিবারের বেশ কয়েকজন সদস্য আপত্তি জানিয়েছেন বলে দাবি করেছে রয়টার্স।

বার্তা সংস্থাটি বলছে, বাদশাহ সালমানের উত্তরসূরি হিসেবে তার ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজকে দেখতে চান অনেকে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে ঢোকার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি। পরে জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের সঙ্গে ধ্বস্তাধস্তিতে খাশোগির মৃত্যুর কথা স্বীকার করে রিয়াদ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ