বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


জঙ্গি সন্দেহে কিশোর আটক; এলাকাবাসীর দাবি প্রতিবন্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালোহাটি গ্রামে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

বুধবার (২১ নভেম্বর) ভোর সাড়ে চারটা থেকে বাড়িটি ঘিরে রেখেছে র‌্যাব সদস্যরা। বাড়িটির মালিকের নাম সরাফত হোসেন বলে জানা যায়।

র‌্যাব জানায়, অভিযানে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-৬। তার নাম আখতারুজ্জামান সাগর (২০)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার আখতার হোসেন বাড়ির মালিক শরাফত হোসেনের ছেলে। প্রমাণ হিসেবে র‌্যাব কয়েকটি জিহাদি বই ও একটি ডামি বন্দুক পাওয়ার কথা বলছে।

র‌্যাব জানায়, আখতার হোসেন স্থানীয় কালুহাটী দাখিল মাদরাসার ছাত্র। এবারের দাখিল পরীক্ষার্থী।

ঝিনাইদহ র‌্যাব কমান্ডার মাসুদ আলম জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই বাড়িটি ভোর থেকে ঘিরে রাখেন। এরপর অভিযান চালানো হয়।

তাবে স্থানীয়রা বলছেন, ওই যুবক একজন মানসিক ভারসাম্যহীন। এর আগে তাকে পাবনার মানসিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, একই দিন ভোর সাড়ে চারটার দিকে কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি চারপাশ ঘিরে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।

মহাজোটের কাছে ৩৮ আসন চায় যুক্তফ্রন্ট

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ