বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


জামায়াত নেতার নামে সড়ক করার ঘোষণা আ.লীগ নেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ আর জামায়াত এই মুহূর্তে দা-কুমড়োর সম্পর্ক। কিন্তু এরই মাঝে পাওয়া গেল ভিন্ন খবর।

কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি প্রয়াত জিএম রহিমুল্লাহর নামে সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের এমপি সাইমুম সরওয়ার কমল।

একই সঙ্গে তিনি পরিবারের নামে জমি বরাদ্দ করে দেয়ার ঘোষণাও দিয়েছেন।

জানা যায়, সাইমুম সরওয়ার কমল কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের বর্তমান এমপি। বুধবার কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জিএম রহিমুল্লাহর জানাজায় অংশ নিয়ে তিনি তার নামে সড়কের ঘোষণা দেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল জিএম রহিমুল্লাহর।

সরওয়ার কমল বলেন, রহিমুল্লাহ ভাই উপজেলা চেয়ারম্যান হওয়ার পরও ভাড়া বাসায় থাকতেন। ঠিকমতো বাড়ি ভাড়া দিতে পারতেন না। তিনি একজন বড় মাপের রাজনীতিবিদ।

তিনি বলেন, আমি জানাজার মাঠে আপনাদের কথা দিলাম, রহিম উল্লাহ ভাইয়ের পরিবারের জন্য একটি জায়গার ব্যবস্থা করে দেব। তার নামে একটি সড়কের নামকরণেরও ব্যবস্থা করব।

তবে কমলের এ ঘোষণার পর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। ব্যক্তিগত সুবিধার জন্য কমল এ ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ করেন তারা।

উল্লেখ্য, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিমুল্লাহ মঙ্গলবার (২০ নভেম্বর) কক্সবাজার শহরের আবাসিক হোটেল সাগরগাঁওতে ঘুমন্ত অবস্থায় মারা যান।

কক্সবাজারে হোটেল থেকে জামায়াত নেতার মৃতদেহ উদ্ধার

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ