শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


চীনের উপর ২৬ হাজার ৭০০ কোটি ডলার শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সাল থেকে চীনের সঙ্গে আলোচনা ইতিবাচক না হলে চীনা পণ্যে আরেক দফা বাড়তি শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

এ সপ্তাহে আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি- টোয়েন্টি সম্মেলনে বাণিজ্য নিয়ে দুই প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনার ফলাফল যুক্তরাষ্ট্রের পক্ষে না হলে, চীনের উপর ২৬ হাজার ৭০০ কোটি ডলারের বাড়তি শুল্ক আরোপ করা হবে। এমনকি প্রয়োজনে চীনের সব পণ্য আমদানি শুল্কের আওতায় আনা হতে পারে বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, চীন থেকে আমদানি করা অ্যাপেল ব্র্যান্ডের মোবাইল ফোন ও ল্যাপটপ শুল্কের আওতায় আনা হবে। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে বিশ্ব বাণিজ্য সংস্থা অসম আচরণ করেছে বলেও অভিযোগ করে মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে ২০ হাজার কোটি ডলারের পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক আদায় করছে যুক্তরাষ্ট্র ও চীন। এরপরও তাদের মধ্যে বাণিজ্যিক চুক্তি হয়েছিলো একাধিকবার।

সূত্র: সিএনএন


সম্পর্কিত খবর