শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বিএনপিই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপিই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘বিএনপির মনোনয়ন আসলে পুতুল নাচ। তারাই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

‘মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা সৎ মায়ের ভূমিকায় অবতীর্ণ’-বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘যখন নির্বাচন কমিশন তাদের পক্ষে নেই তখন নির্বাচন কমিশন তো সৎ মা-ই হয়ে যাবে।’

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের সবচেয়ে বড় বিরোধী পক্ষ নিশ্চিহ্ন হওয়ার পথে কিনা সেটা তাদের জিজ্ঞেস করুন। আমার পাপে আমি আজকে ভিক্টিম হচ্ছি, আমার অন্যায়ে আমি ভিক্টিম হচ্ছি। এতে অন্যদের কী করার আছে।

আপনি অপরাধ করেছেন, এতিমের টাকা আত্মসাৎ করেছেন আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। ১০ বছর মামলাটাকে বিলম্বিত করা হয়েছে। রায় বিরুদ্ধে গেছে, হাতেনাতে প্রমাণ আছে, এটা আদালতের সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার কোনো উদ্দেশ তো আওয়ামী লীগের নেই। আমরা কেন নিশ্চিহ্ন করতে যাব। বিএনপি একটা বড় দল, গণতান্ত্রিক রাজনৈতিক বিরোধী দল হিসেবে থাকলেও আমাদের কোনো ক্ষতি নেই। গণতন্ত্র আমি বারবার বলছি দুই চাকার বাইসাইকেল। অপজিশন বাদ দিয়ে তো পার্লামেন্ট গণতান্ত্রিক হয় না।’

ওই সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘৭৫-এর পর এখনো পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে জিয়া পরিবার-বিএনপি সবসময় পদপ্রার্থী হয়ে এমপিত্ব বা প্রধানমন্ত্রিত্ব পেয়েছেন। কিন্তু এই নির্বাচনে তাদের কেউ প্রার্থী হতে পারলো না। তাহলে কি সবচেয়ে বড় বিরোধী পক্ষ নিশ্চিহ্ন হওয়ার পথে।’

‘সরকারের নির্দেশেই মনোনয়নপত্র বাতিল হচ্ছে’

কেপি


সম্পর্কিত খবর