বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৮ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
উপজেলা নির্বাচন নিয়ে ইসির নতুন নির্দেশনা ইরান সার্বভৌমত্ব রক্ষা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম: চীন বান্দরবানে দুর্গম পাহাড়ে অভিযানে কুকি-চিনের ৯ সদস্য গ্রেফতার আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন উদীচীর কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত: ডিএমপি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা শিগগিরই বাস্তবায়ন : তথ্য প্রতিমন্ত্রী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলছে সৌদি মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সিলেট-৩ আসনে জমিয়ত প্রার্থী মাওলানা নজরুলের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা নজরুল ইসলামের সমর্থনে ৩ ডিসেম্বর সোমবার নির্বাচানী এলাকালার বিভিন্ন স্থানে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

দুপুরে দক্ষিণ সুরমার জামেয়া রেঙ্গা মাদরাসার অফিস রুমে প্রিন্সিপাল মাওলানা মুহিউল ইসলাম বুরহান এর সাথে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা জমিয়তের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় জমিয়ত মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জামেয়ার শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিন, শিক্ষা সচিব মাওলনা মুফতী গোলাম মোস্তফা, সিনিয়র মুহাদ্দীস হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, মুহাদ্দীস মাওলানা এজাজ আহমদ প্রমুখ।

এর আগে জমিয়ত নেতৃবৃন্দ জামেয়া রেঙ্গা প্রিন্সিপাল ও সাবেক জমিয়ত নেতা আল্লামা বদরুল আলম শায়খে রেঙ্গার র. কবর জিয়ারত করেন।

পরে বিকালে বালাগঞ্জ উপজেলার মুরারবাজারে ব্যবসায়ীদের সাথে সিলেট-৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা নজরুল ইসলাম শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর শায়খুল হাদীস আল্লামা নূর উদ্দীন গহরপুরী র. কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। পরে গহরপুর জামেয়া হুসাইনিয়া মাদরাসার অফিস রুমে শিক্ষকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামেয়া হুসাইনিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এম সাইফুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফিরোজ আহমদ, সহ সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজমুদ্দীন, জমিয়ত নেতা মাওলানা সিরাজুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা খালিদ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুন নূর মোস্তফাসিলেট।

জেলা যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা জাবির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, যুবনেতা মাওলানা রায়হান উদ্দিন, বালাগঞ্জ যুব জমিয়তের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন খান, প্রচার সম্পাদক এইচ.এম জহির মাসুদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ইউসুফ সিদ্দিকী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি মোঃ মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে.এম তাহমিদ হাসান, প্রচার সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান নোমান প্রমুখ।

পরে নেতৃবৃন্দ বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (এদ্বারা) এর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী রহ. কবর জিয়ারত করেন।

পৃথক পৃথক মতবিনিময় সভায় জমিয়ত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মাওলানা নজরুল ইসলাম দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

লেবাসধারী মুসলমান না হয়ে জ্ঞান অর্জন ও তদনুযায়ী আমল করুন

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ